খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপির সামনে দুটি পথ খোলা আছে : তথ্যমন্ত্রী

ঢাকা প্রতিনিধিআজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার কিংবা কোনো বন্দিকে মুক্তি দেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই। এখতিয়ার একমাত্র আদালতের। তাই খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপির সামনে দুটি পথ খোলা। হয় আইনিভাবে লড়তে হবে না হয় অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।

তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিভজী বার বার সংবাদ সম্মেলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে আইন ও আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও অশ্রদ্ধা জ্ঞাপন করছেন।

হাছান মাহমুদ আরও বলেন, কোনো বন্দি দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে মার্জনা চাইলে, তিনি ক্ষমা করতে পারেন। এ ছাড়া আইনি প্রক্রিয়ায় তাকে মুক্তি পেতে হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.