খালেদা জিয়া’র সুস্থতা কামনায় রাবি জাতীয়তাবাদী ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কাজলা মসজিদে আজ বুধবার (২৬ জুন) বাদ মাগরিব উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড.কুদরতে-ই- জাহান, জিয়া পরিষদের সহসভাপতি ও চারুকলা চেয়ারম্যান অধ্যাপক ড.হীরা সোবহান, জিয়া পরিষদের সহসভাপতি অধ্যাপক ড. নুরুল আলম।
তাতীদল কেন্দ্র নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ। মহানগর বিএনপি সদস্য (দপ্তরে দায়িত্বে) আরিফুল শেখ বনি,ওয়ার্ড যুবদল সভাপতি মুকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সরদার জহুরুল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক সাকিলুর ইসলাম সোহাগ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু, যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, আহ্বায়ক সদস্য তুষার শেখ, আহ্বায়ক সদস্য তাকবির আহমেদ ইমন, শরীফ মাহমুদ,রাসেল রানা, হাসিব হাসান, মিনারুল ইসলাম, শিমুল আলী, মেহেদী হাসান সহ বিভিন্ন হল ও অনুষদের অর্ধশত নেতাকর্মী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.