বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(০২ ডিসেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদকের উদ্যোগে কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ শমি বাদশা, যুগ্ম সাধারন সম্পাদক এস কে বদরুল আলম, সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শিকদার ইমরান হোসাইন পৌর যুবদলের আহবায়ক মোঃ সুমন পাইক, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হাসান, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলসহ যুবদলের ১২টি ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কোরান খতম ও ডিমলাদ মাহফিল শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত করেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ।
এসময় সুজন মোল্লা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীনভাবে লড়াই করেছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। এই সংকটময় সময়ে আমরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য কামনা করছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #















