BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, অংশ নিয়েছেন তারেক রহমান

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, অংশ নিয়েছেন তারেক রহমান

বিশেষ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে তিনি রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) দোয়ায় অংশ নেন।

মাহফিলে তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরীসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নারীদের পৃথক নামাজের স্থান থেকে দোয়ায় অংশ নেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি ও অন্যান্য পরিবারের সদস্যরা। এছাড়া ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দোয়া ও মোনাজাতে অংশ নেন।

খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে দীর্ঘ চিকিৎসার পর ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান। পরদিন রাষ্ট্রীয় সম্মান ও জানাজা শেষে তাকে স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থানে দাফন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ