খারকিভে আরও সেনা ও সরঞ্জাম পাঠাচ্ছে ইউক্রেন : রাশিয়া

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের কিছু অংশে যুদ্ধ চলছে। সেসব এলাকা দখলে নেওয়ার চেষ্টা করছে রাশিয়া। তবে রুশ বাহিনীকে মোকাবিলা করতে সেখানে আরও সেনা ও সরঞ্জাম পাঠাচ্ছে ইউক্রেন। সোমবার (১৭ জুন) এই তথ্য জানিয়েছে এক রুশ কর্মকর্তা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ বাহিনী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা থেকে রুশ সেনাদের ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে। এর আগে, জেলেনস্কির শীর্ষ কমান্ডার ভবিষ্যদ্বাণী করেছিলেন, যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমানসহ অত্যাধুনিক পশ্চিমা সরঞ্জাম ইউক্রেনে না আসা পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এসব এলাকায় এগিয়ে যাওয়ার চেষ্টা করবে মস্কো।
রুশ বার্তা সংস্থাকে গানচেভ বলেছেন, ‘খারকিভ সেক্টরে এখনও লড়াই চলছে। ভোভচানস্কে এবং লিপ্সির কাছে ভয়ঙ্কর লড়াই হচ্ছে।’

Comments are closed, but trackbacks and pingbacks are open.