খানজাহান আলী(রহ:) মাজার জিয়ারতের মধ্যদিয়ে তালুকদার খালেকের প্রচারনা
নিজস্ব প্রতিবেদক, খুলনা: খানজাহান আলী (রহ:) মাজার জিয়ারত করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও আওয়ামী লীগ মনোনীত কেসিসির মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
মাজার জিয়ারতের মধ্যদিয়েই ২৪ এপ্রিল নির্বাচনী প্রচারণায় নামবেন তালুকদার আব্দুল খালেক। তিনি রবিবার বাদ জোহর বাগেরহাটের খানজাহান আলী (রহ:) মাজার জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান টুকু, এ্যাড. মীর শওকত আলী বাদশা এমপি, পৌর মেয়র খান হাবিবুর রহমান, আকতারুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.