খাগড়াছড়িপ্রতিনিধি: সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। গতকাল শনিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে মাটিরাঙ্গার দুর্গম ওয়াছু মনিরঞ্জন কার্বারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
মাটিরাঙ্গা থানাসূত্র বলছে, মতিলাল ত্রিপুরা নামে এক চোরাকারবারির বাসায় অবৈধ পথে আসা ভারতীয় শাড়ি মজুত থাকার খবরে অভিযান চালানো হয়। মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযান চলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিচক্রের সদস্যরা পালিয়ে যান। পরে মতিলাল ত্রিপুরার বাসায় তল্লাশি চালিয়ে ৪০১টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চোরকারবারি মো.খলিলুর রহমান ও মতিলাল ত্রিপুরাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামে মাটিরাঙ্গা থানায় মামলা করে।
যেকোনো মূল্যে চোরাকারবারিদের প্রতিহত করার ঘোষণা দিয়ে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বিটিসি নিউজকে বলেন, ‘মাদকব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ জব্দকৃত ভারতীয় শাড়ির বাজারমূল্য ১২ লাখ টাকার বেশি বলেও জানান তিনি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.