দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের মতবিনিময় সভা সভাপতি মুস্তফা হাবিব, সম্পাদক শাহিন ভূঁইয়া

উজিরপুর প্রতিনিধি: দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮মার্চ শনিবার সকাল ১০ টায় উজিরপুর সাহিত্য পরিষদের উদ্যোগে, পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকিরের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাঃ আকন আবু বকর।
উজিরপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি মোঃ শাহিন ভূঁইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কবি মুস্তফা হাবিব, জামান মুনির, শেরে বাংলা বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক আজাদ আলাউদ্দিন,উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া,সুমন বেপারী, আবুল কালাম আজাদ, সুজন হাওলাদার জাকির, খলিলুর রহমান, মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক রতন কুমার চ্যাটার্জী, রিয়াজুল ইসলাম, সাংবাদিক আরিফ আহমেদ,সাংবাদিক মিজানুর রহমান, কবি ভীষ্মদেব বাড়ৈই, দীনেশ চন্দ্র মন্ডল।
সভাশেষে কবি মুস্তফা হাবিব কে সভাপতি, কবি শাহিন ভূঁইয়া কে সাধারণ সম্পাদক ও সাংবাদিক আজাদ আলাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.