ক্ষমা চাইলেন এমবাপ্পে

বিটিসি স্পোর্টস ডেস্ক: পেনাল্টি মিস করে রীতিমতো ট্র্যাজিক হিরোতে পরিণত হয়েছেন এমবাপ্পে। ম্যাচ শেষে ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
রোমাঞ্চকর লড়াইয়ের পর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। এই ম্যাচে টাইব্রেকারে পেনাল্টি মিস করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দেশটির তারকা ফুটবলার কিলিয়েন এমবাপ্পে। রীতিমতো ট্র্যাজিক হিরোতে পরিণত হয়েছেন তিনি। তার গোল মিসের পর ফ্রান্সের ইউরো জেতার স্বপ্নের কবর রচনা হয়ে গেছে।
টাইব্রেকারে সুইজারল্যান্ডের সবাই গোল করেন। ফ্রান্সও চারটি গোল করে। তবে পঞ্চম পেনাল্টি নিতে আসা এমবাপ্পেকে ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক। আর তাতেই স্বপ্ন ভেঙে চুরমার বিশ্বচ্যাম্পিয়নদের।
তবে পেনাল্টি মিস করে সমালোচনার জন্ম দেওয়া এমবাপ্পে ম্যাচ শেষে ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। টুইটারে একটি পোস্টে ফরাসি তারকা লিখেছেন, ‘এই ঘটনা ভুলে থাকা কঠিন হবে। পেনাল্টি মিসের জন্য আমি দুঃখিত। দলকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি।’
এ ছাড়া ভক্ত-সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তিনি। প্রতিপক্ষ সুইজারল্যান্ডকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি।
এদিকে ম্যাচ শেষে কোচ দিদিয়ের দেশমের সমর্থন পেয়েছেন এমবাপ্পে। কোচ জানান, ‘আমরা কেউ তার প্রতি রাগান্বিত মনোভাব দেখাইনি। আপনি যখন কোনো দায়িত্ব নেবেন, এ রকম হতেই পারে। তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে। এটা উচিত না। আমাদের সমর্থন আছে তার প্রতি।’
দলের অধিনায়ক হুগো লরিসের কাছ থেকেও সমর্থন পেয়েছেন এমবাপ্পে। তিনি বলেন, ‘জয় যেমন আমাদের সবার, হারটাও সবার মেনে নেওয়া উচিত। আমরা সবাই এই হারের জন্য দায়ী। আলাদাভাবে কারও দিকে আঙুল তোলার দরকার নেই।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.