ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ট্রাম্প’র অনীহা ‘লজ্জাজনক’: বাইডেন

(ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ট্রাম্প’র অনীহা ‘লজ্জাজনক’: বাইডেন)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্পের অনীহাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ট্রাম্প প্রশাসনের অসহযোগিতার কারণে ভুগতে হবে মার্কিন জনগণকে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। বলেছেন, সমন্বয়ের অভাবে মহামারিতে মৃত্যু সংখ্যা বাড়তে পারে।

বাইডেন জানান, ভ্যাকসিন সরবরাহ পরিকল্পনা নিয়ে তথ্য সরবরাহ না করলে পিছিয়ে পড়বে নতুন প্রশাসন। আর তার প্রভাব পড়বে অর্থনীতিসহ সব ক্ষেত্রে। ২০ জানুয়ারী দায়িত্বগ্রহণের আগে ডোনাল্ড ট্রাম্পের শুভ বুদ্ধির উদয় হবে, এমন আশাবাদ জানিয়েছেন বাইডেন।

তিনি বলেন, আমাদের যদি ২০ জানুয়ারী অপেক্ষা করতে হয়, তাহলে অন্তত দেড় মাস পিছিয়ে পড়বো। এসময়ের মধ্যে অনেক কিছু ঘটতে পারে। দ্রুত সমন্বয় না হলে বহু মানুষের মৃত্যু হতে পারে। এই মুহূর্তে পরিকল্পনা ও তথ্য সরবরাহ খুব বেশি প্রয়োজন। কারণ, এটা জীবন-মৃত্যুর প্রশ্ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.