ক্ষমতায় জাতীয় পার্টিকে দেখে মরতে চাই : এরশাদ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিআজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ক্ষমতা ছাড়ার পর আমি একটা দিনও শান্তিতে থাকতে পারিনি। যদি আবার ক্ষমতায় আসতে পারি তাহলে শান্তি ফিরে আসবে, সমস্ত ব্যাথা-বেদনা দূর হবে। জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে মরতে চাই আমি।

জনসভায় সভাপতিত্ব করেন হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও নবীনগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজী মামুনুর রশীদ।

দেশের মানুষকে শান্তি জাপা ছাড়া আর কোনও দল দিতে পারবে না দাবি করে এরশাদ বলেন, মানুষ পরিবর্তন চায়, শান্তি চায় এবং জীবনের নিরাপত্তা চায়। তারা আশা করছে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সেটা পেতে পারে। শান্তির জন্য পরিবর্তন শুধু জাতীয় পার্টি দিতে পারে। আর কেউ পারবে না।

তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে দেশে খুন-হত্যা বন্ধ হবে। ব্যাংক লুট হবে না, গায়েবি মামলা হবে না। আমরা মানুষকে সুখ-শান্তি দেব।

জাপা নির্বাচনে বিশ্বাসী উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, কে নির্বাচনে আসলো কে আসলো না আমরা পরোয়া করি না। নির্বাচন না করলে সরকারের পরিবর্তন হবে না।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জিয়াউল হক মৃধা, হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া ও ঢাকা মহানগর (উত্তর) জাতীয় পার্টির সভাপতি ফয়সাল হোসেন চিশতি প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.