ক্লেমন টি-২০ তে ক্লেমন টাইগার ও শহীদ শামসুল আলম স্মৃতি ক্রিকেট দল ফাইনাল খেলায় অংশ নিবে

ক্লেমন ক্রিকেট একাডেমি: রাজশাহী মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় সকাল ০৯:০০ মিনিটে এতে প্রতিদ্বন্দিতা করে লাল সবুজ ক্রিকেট একাডেমি বনাম ক্লেমন টাইগার। লাল সবুজ ক্রিকেট একাডেমি টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। ক্লেমন টাইগার নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ শুভ ২১ বলে ৪২* শান্ত ২৮ বলে ৩৯ রান সংগ্রহ করে। অতিরিক্ত : ১৫ রান । বিপক্ষ দলের মিঠু ২৯ রানে ২টি নিহাদ ৩২ রানে এবং তুহিন ৩৫ রানে ১টি করে উইকেট লাভ করে। জবাবে লাল সবুজ ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ পুলক ২৭ বলে ৫৪ রান এবং রাব্বি ৪২ বলে ৪১ সান ২৪ বলে ১৯ রান সংগ্রহ করে। অতিরিক্ত : ৩ রান। বিপক্ষ দলের দিলদার ২৪ রানে ২টি এবং ওয়ালিদ ২২ রানে ২টি উইকেট দখল করে।

ফলাফল : ক্লেমন টাইগার ২০রানে জয়লাভ করে।

দিনের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় দুপুর ১২:০০ মিনিটে এতে প্রতিদন্দিতা করে ইয়ং টাইগার ক্রিকেট একাডেমি বগুড়া বনাম শহীদ শামসুল আলম স্মৃতি ক্রিকেট দল । শহীদ শামসুল আলম স্মৃতি ক্রিকেট দল টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। ইয়ং টাইগার ক্রিকেট একাডেমি বগুড়া ১৮.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ আরাফাত ১৫ বলে ৩০ জিম ১২ বলে ১৯ এবং রাকিব ১৫ বলে ১৮ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের শাহজাদা ও দেলোয়ার ১৭ রানে ২টি করে সকাল ১৪ রানে ১টি উইকেট দখল করে। জবাবে শহীদ শামসুল আলম স্মৃতি ক্রিকেট দল ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। অতিরিক্ত ১২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ফরহাদ ২৯ বলে ২০ শাহজাদা ১৪ বলে ১৬ এবং জুবায়ের ৫ বলে ১২ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের রাকিব ২০ ও আরাফাত ২১ রানে ২ উইকেট লাভ করে।

ফলাফল : শহীদ শামসুল আলম স্মৃতি ক্রিকেট দল ৪ উইকেটে জয়লাভ করে। #প্রেস বিজ্ঞপ্তি )#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.