ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২টি খেলা অনুষ্ঠিত হয়

ক্লেমন ক্রিকেট একাডেমি: রাজশাহী মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় আজ শুক্রবার সকাল ০৯:০০মিনিটে এতে প্রতিদন্দিতা করে ক্লেমন টাইগার বনাম বৈকালী সংঘ। বৈকালী সংঘ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ক্লেমন টাইগার ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মোক্তার আলী ৫৫* হিমেল ৩৩ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের আবির ২৪ রানে ৩টি শুভ ২৩ রানে ০১টি উইকেট দখল করে। জবাবে বৈকালী সংঘ ১৮.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ শাওন ৪৩ শাকিল ১৭ এবং আবির ১৬ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের ওয়ালিদ ১৯ রানে ৪টি এবং আরিফ বিল্লাহ ১৫ রানে ৪টি করে উইকেট দখল করে।

ফলাফল : ক্লেমন টাইগার ৩৪ রানে জয়লাভ করে।

দ্বিতীয় খেলা শুরু হয় দুপুর ১২:৩০ মিনিটে এতে প্রতিদন্দিতা করে তানোর ক্রিকেট একাডেমী বনাম আল রশিদ ক্রিকেট একাডেমি। ব্রাদার্স ইউনিয়ন ঢাকা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তানোর ক্রিকেট একাডেমী ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ জুয়েল ৫০* সম্রাট ২৩ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের সাব্বির ১৩ রানে ২টি সানি ১৪ রানে ২টি উইকেট দখল করে। জবাবে আল রশিদ ক্রিকেট একাডেমি ১৯ ওভারে ৩৬উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুমন ২৪ হৃদয় ২১ সানি ১৮ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের সানি ১৮ রানে ২টি উইকেট দখল করে।

ফলাফল : আল-রশিদ ক্রিকেট একাডেমি ৪ উইকেটে জয়লাভ করে। #প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.