ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২টি খেলা অনুষ্ঠিত হয়

ক্লেমন ক্রিকেট একাডেমি: রাজশাহী মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় আজ শুক্রবার সকাল ০৯:০০মিনিটে এতে প্রতিদন্দিতা করে ওল্ড বয়েজ বনাম বিনোদপুর ক্রিকেট একাডেমী ।ওল্ড বয়েজ টসে জিতে ফিল্ডিং করার করার সিদ্ধান্ত নেয়। বিনোদপুর ক্রিকেট একাডেমী নির্ধাারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ শিপলু ৩৫ শিমুল ৩৫ এবং হৃদয় ২৭ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের টনি ১৭ রানে ২টি উইকেট দখল করে। জবাবে বিনোদপুর ক্রিকেট একাডেমি ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ হান্নান ৪৬ টনি ৩৮ এবং ফায়সাল ২৭ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের রুনু ২৫ রানে ১টি ও আবির ২৯ রানে ১টি করে উইকেট দখল করে।

ফলাফল : রানে জয়লাভ করে।

দ্বিতীয় খেলা শুরু হয় দুপুর ১২: ৩০ মিনিটে এতে প্রতিদন্দিতা করে লাল সবুজ ক্রিকেট একাডেমি বনাম দুর্গাপুর ক্রিকেট একাডেমী। দুর্গাপুর ক্রিকেট একাডেমী টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে তন্ময় ৪১* এবং রাব্বী ২৯ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের রঞ্জু ১২ রানে ৪ টি এবং তন্ময় ৭ রানে ৩টি উইকেট দখল করে। জবাবে দুর্গাপুর ক্রিকেট একাডেমি ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইকবাল ৩০ ও আসাদ ২১ সর্বোচ্চ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের আশিক ১৬ রানে ৩ টি উইকেট দখল করে।

ফলাফল : লাল সবুজ ক্রিকেট একাডেমি ২৪ রানে জয়লাভ করে। #প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.