ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২টি খেলা অনুষ্ঠিত হয়।

ক্লেমন ক্রিকেট একাডেমি: রাজশাহী মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় আজ বুধবার সকাল ০৯:০০মিনিটে এতে প্রতিদন্দিতা করে ক্লেমন শাকর্স বনাম ক্লেমন রংধনু। ক্লেমন রংধনু টসে জিতে ব্যাট করার করার সিদ্ধান্ত নেয়। ক্লেমন রংধনু নির্ধাারিত ২০ ওভারে ৮ হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে নিশক সর্বোচ্চ ৩২ এবং ফাহিম ১৫ রান করে। বিপক্ষ দলের শিশির ১১ রানে ৩টি মেহেদী ১২ রানে ২ উইকেট দখল করে। জবাবে ক্রেমন শার্কস ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সাব্বির ৪৯ এবং রিয়াজুল ২৩ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের আলাামিন ও জহুরুল ২টি করে উইকেট দখল করে।

ফলাফল : ক্লেমন শার্ক ৮ উইকেটে জয়লাভ করে।

দ্বিতীয় খেলা শুরু হয় দুপুর ১২: ৩০ মিনিটে এতে প্রতিদন্দিতা করে ক্লেমন কিংস বনাম এমই স্পোর্টস চাঁপাই নবাবগঞ্জ। ক্লেমন কিংস টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৯.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমন ৩০ এবং তহিদুল ১৯ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের মোস্তাক ২২ রানে ৫টি এবং দুরুল ১৭ রানে ২টি উইকেট দখল করে জবাবে এমই স্পোর্টস চাঁপাই নবাবগঞ্জ ১৯.৪ ওভারে ০৫ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে দুরুল ৩২ ও রোমান ৩১ সর্বোচ্চ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের মারুফ ১৮ রানে ০২টি ও মুহিত ০২টি উইকেট দখল করে।

ফলাফল : এমই স্পোর্টস চাঁপাই নবাবগঞ্জ ৫ উইকেটে জয়লাভ করে। প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.