ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে ২টি খেলা অনুষ্ঠিত হয়

ক্লেমন ক্রিকেট একাডেমি: রাজশাহী মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় সকাল ০৯:০০ মিনিটে এতে প্রতিদন্দিতা করে ক্লেমন টাইগার বনাম সোনারগাঁ কিংস ক্লাব,নারায়ানগঞ্জ। সোনারগাঁ কিংস ক্লাব,নারায়ানগঞ্জ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সোনারগাঁ কিংস ক্লাব,নারায়ানগঞ্জ নির্ধারিত ২০ ওভারের ১৭.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ জিল্লুরর ১৭ বলে ২২ এবং কাওসার ১০ বলে ১৩ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের শান্ত ৩.৩ ওভারে ১৮ রানে ৩টি উইকেট মুক্তার আলী ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট করে উইকেট লাভ করে। জবাবে ক্লেমন টাইগার ১০.২ ওভারে কোন উইকেট না হারিয়ে ৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ শান্তা ৩৫ বলে ৬৯* এবং রাকিবুল ২৬ বলে ১৬* রান সংগ্রহ করে। বিপক্ষ দলের কোন বোলার উইকেট দখল পাননি।

ফলাফল : ক্লেমন টাইগার ১০ উইকেটে জয়লাভ করে।

দিনের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় দুপুর ১২:০০ মিনিটে এতে প্রতিদন্দিতা করে শহীদ সামশুল আলম স্মৃতি ক্লাব বনাম বাংলাট্র্যাক ক্রিকেট একাডেমি। বাংলাট্র্যাক ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলাট্র্যাক ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সাব্বির ৩৯ বলে ৫০ এবং সৌরভ ২৯ বলে ৩১ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের শাহাজাদা ২৩ রানে ৫টি এবং ডিকি ১৪ রানে ১টি উইকেট দখল করে। জবাবে শহীদ সামশুল আলম স্মৃতি ক্লাব ১৭.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ডিকি ২৫ বলে ৫১* রান এবং শাহাজাদা ২৪ বলে ৪২ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের তাপস ৬ রানে ৩টি হামজা ২৭ রানে ২টি উইকেট লাভ করে।

ফলাফল : শহীদ সামশুল আলম স্মৃতি ক্লাব ৩ উইকেটে জয়লাভ করে। #প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.