ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২টি খেলা অনুষ্ঠিত হয়

ক্লেমন ক্রিকেট একাডেমি: রাজশাহী মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় সকাল ০৯:০০ মিনিটে এতে প্রতিদন্দিতা করে সোনার গাঁ কিংস ক্লাব নারায়ানগঞ্জ বনাম গুলশান ইয়থ ক্লাব ঢাকা। সোনার গাঁ কিংস ক্লাব নারায়ানগঞ্জ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সোনার গাঁ কিংস ক্লাব নারায়ানগঞ্জ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রবিন ২০রান রিয়াদ ২২রান আশরাফুল ৩৪ রান এবং শরিফ ২১ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের শাকিল ৩১ রানে ৩টি এবং সেলিম ৩০ রানে ২টি উইকেট লাভ করে। জবাবে গুলশান ইয়থ ক্লাব ঢাকা ২০ ওভারে ০৪ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ইসমত ৫৪ রান সাঈদ ৫০* রান এবং ডিপু ১৩* রান সংগ্রহ করে। বিপক্ষ দলের রুবেল ৩২ রানে জিতু এবং দিদার ১টি করে উইকেট দখল করে।

ফলাফল : সোনার গাঁ কিংস ক্লাব নারায়ানগঞ্জ ১১ রানে জয়লাভ করে।

দিনের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় দুপুর ১২:০০ মিনিটে এতে প্রতিদন্দিতা করে আব্দুস সালাম স্মৃতি সংঘ বনাম সোলজার বয়েজ। আব্দুস সালাম স্মৃতি সংঘ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আব্দুস সালাম স্মৃতি সংঘ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মুন ৫৫ রান মোত্তাকিন ২৫ রান সাকিব ২৫ রান জারিফ ১৮* রান সংগ্রহ করে। বিপক্ষ দলের আরমান ১৮ রানে ৩টি এবং নবী ৩৪ রানে ১টি উইকেট দখল করে। জবাবে সোলজার বয়েজ ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ নবী ২১ মিনহাজ ১৫ রানা ১২ সেলিম ২৪ আরমান ১৮ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের ফারুক ১৩ রানে মঈন ১৭ রানে এবং মনির ২২ রানে ২টি করে উইকেট লাভ করে।

ফলাফল : আব্দুস সালাম স্মৃতি সংঘ ২৭ রানে জয়লাভ করে। #প্রেস বিজ্ঞপ্তি )#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.