ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২টি খেলা অনুষ্ঠিত হয়

ক্লেমন ক্রিকেট একাডেমি: রাজশাহী মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় সকাল ০৯:০০মিনিটে এতে প্রতিদন্দিতা করে সাবু স্মৃতি সংঘ বনাম বাংলা ট্র্যক (সবুজ)। সাবু স্মৃতি সংঘ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাংলা ট্র্যাক (সবুজ) ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সাব্বির ৩৭ বলে ৬৮ আনামুল ২১ বলে ৬০ সৌরভ ৩০ বলে ২০ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের নাঈম ৩৮ রানে ২টি উইকেট দখল করে। জবাবে সাবু স্মৃতি সংঘ ২০ ওভারে ০৯ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ আসিফ ৩০ বলে ২৮ ভুলু ১৫ রানে ২৪ এবং শাহাদত ১৭ বলে ২৩ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের রশিদ ২৪ রানে ২টি এবং জাভেদ ৩২ রানে ২টি করে উইকেট দখল করে।

ফলাফল : বাংলা ট্র্যাক সবুজ ৩৫ রানে জয়লাভ করে।

দ্বিতীয় খেলা শুরু হয় দুপুর ১২:৩০ মিনিটে এতে প্রতিদন্দিতা করে ইয়ং ট্যালেন্ট ক্রিকেট একাডেমী বনাম আল রশিদ ক্রিকেট একাডেমি। ইয়ং ট্যালেন্ট ক্রিকেট একাডেমী টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ইয়ং ট্যালেন্ট ক্রিকেট একাডেমী ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সাঈদ ২৪ রানে ৩২ ফয়সাল ১৬ বলে ও আফ্রিদি ১৯ বলে ১৬ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের নাঈম ২০ রানে বিজয় ২৬ রানে ৩টি করে উইকেট দখল করে। জবাবে আল রশিদ ক্রিকেট একাডেমি ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে লিটন ৩৬ বলে ৩০ এবং নাঈম ৩০ বলে ২৬ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের রাকিব ৭ রানে মিজান ১৭ রানে এবং অর্নব ২০ রানে ২টি করে উইকেট দখল করে।

ফলাফল : ইয়ং ট্যালেন্ট ক্রিকেট একাডেমী ৩০ রানে জয়লাভ করে। #প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.