ক্লপকে অশ্রুসিক্ত বিদায় লিভারপুলের

বিটিসি স্পোর্টস ডেস্ক: দলের কিংবদন্তী কোচ ইয়োহেন ক্লপের শেষটা রাঙাতে চেয়েছিল লিভারপুল।সব প্রতিযোগিতা থেকেই ট্রফি এনে দিয়ে বিদায় দিতে চেয়েছিল ক্লাব ইতিহাসের অন্যতম সেরা এই কোচকে।মৌসুমে অংশ নেওয়া সবগুলো প্রতিযোগিতায় শিরোপা জয়ের পথে ছিল সালাহরা।তবে শেষে এসে ঘটে ছন্দপতন।
ইংলিশ এফ কাপ ও ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ক্লপের শিষ্যরা।
এরপর আশা জাগিয়েও প্রিমিয়ার লীগ শিরোপার দৌড় থেকেও ছিটকে যায় অলরেডসরা।ফলে শিরোপা নিয়ে আর বিদায় নেওয়ার সুযোগ পাননি ক্লপ। তবে তার শেষ ম্যাচ জয়ে রাঙিয়েছে লিভারপুল।
রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে অলরেডসরা। তবে জয় ছাপিয়ে খেলোয়াড়,কোচিং স্টাফ ও দর্শকরা মধুর করে তুলল ক্লপের বিদায়ের ক্ষণ।সাড়ে ৮ বছর দায়িত্ব পালনের পর আজ উলভসের বিপক্ষে ম্যাচ দিয়ে লিভারপুল ছাড়লেন ইয়োহেন ক্লপ।ম্যাচের আগে তাকে গার্ড অব অনার দেয় লিভারপুল তারকারা।
রোববার রাতে মৌসুমের শেষ ম্যাচে আবেগাপ্লুত হয়ে পড়েন জার্মান কোচ। তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ভক্তরা ছুটে আসেন অ্যানফিল্ড চত্বরে। গ্যালারির দর্শকেরা তো আছেনই, স্টেডিয়ামের বাইরেও ক্লপকে বিদায় জানাতে হাজির হন হাজার হাজার ভক্তরা।
এ সময় ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানারে তার স্তুতিতে মেতেছিল পুরো অ্যানফিল্ড । এমনই এক আবেগঘন আবহে লাল দুর্গকে বিদায় জানান ক্লপ। জার্মান এই কোচের অধীনে সম্ভাব্য সবকিছুই জিতেছে ইংলিশ ক্লাবটি। তার অধীনেই তিন দশকের অপেক্ষা ঘুচিয়ে ২০১৮ সালে প্রিমিয়ার লিগ জেতে লিভারপুল।
শেষদিনে অবশ্য আবেগ সামলানোর ভালো চেস্টাই করলেন ক্লপ।ম্যাচজুড়ে দেখালেন না সেরকম কোন উত্তেজনা। ডাগআউটে আজ বেশ শান্তভাবে বসেই যেন বিদায়ের অপেক্ষা করছিলেন লিভারপুল বস।
তবে সমর্থকদের কান্না, ভালোবাসা মন ছুঁয়েছে এই জার্মানের। বললেন, আজ তিনিও কাঁদবেন,অবশ্যই আমি দেখলাম, অনেক মানুষ কাঁদছে এবং আমিও আজ রাতে কাঁদব। কেননা, এই মানুষগুলোকে আমি মিস করব, কিন্তু পরিবর্তন ভালো বিষয়। সবকিছু ঠিক হয়ে যাবে; কেননা, দলের শতভাগ জমাট ভিত তৈরি হয়ে গেছে।
তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, যেভাবে আপনারা আমাকে স্বাগত জানিয়েছিলেন, সেভাবে নতুন ম্যানেজারকে স্বাগত জানাবেন। প্রথম দিন থেকে আপনারা তার পাশে থাকবেন, তার প্রতি বিশ্বাস রাখবেন, দলকে তাগিদ দিবেন। আমি এখন আপনাদেরই একজন।
তবে প্রিয় দলকে ও শুভকামনা জানাতে বলেননি এই অভিজ্ঞ কোচ,আমাদের এই চমৎকার মাঠ আছে, অনুশীলন কেন্দ্র আছে এবং তোমরা আছো- ফুটবল বিশ্বের সুপারপাওয়ার। অসাধারণ। আমরাই সিদ্ধান্ত নেব, আমরা চিন্তিত নাকি শিহরিত হবো। আমরাই ঠিক করব, নিজেদের উপর বিশ্বাস রাখব কিনা। আমরাই সিদ্ধান্ত নেব, নিজেদের উপর আস্থা রাখব নাকি রাখব না। আমি আজ তোমাদেরই একজন এবং বিশ্বাস ধরে রাখব। তোমাদের উপর বিশ্বাস থাকবে আমার, শতভাগ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.