সাতক্ষীরা প্রতিনিধি: ক্রেতা সুরক্ষা আন্দোলন (সিআরবি) সাতক্ষীরা জেলা শাখার ২০২৫-২৭ মেয়াদের কমিটি অনুমোদন করা হয়েছে।
আজ সোমবার (০২ জুন) সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ডিজাইনার কেজিএম সবুজ স্বাক্ষরিত একপত্রেক্রেতা সুরক্ষা আন্দোলন (সিআরবি) সাতক্ষীরা জেলা শাখার গোলাম রসুল রাসেল নির্বাহী সভাপতি, জিএম রেজাউল করিম সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলাম রাসেলকে নির্বাহী সাংগঠনিক ২০২৫-২৭ মেয়াদে ২১ সদস্য উক্ত কমিটি অনুমোদন করেন।
উক্ত কমিটিতে অন্যান্যরা হলেন, জাহিদুল ইসলাম সি সহ সভাপতি, আব্দুস ছামাদ সহ সভাপতি, আবুল খায়ের সহ সাধারণ সম্পাদক, আমিরুল ইসলাম অর্থ সম্পাদক, রফিকুল ইসলাম যুগ্ন অর্থ সম্পাদক, ইমরান আলী সহ সাংগঠনিক, কুমারেশ দাস দপ্তর সম্পাদক, সাগর হোসেন প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, রশিদ উদ্দিন সাজু তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মাহবুদুল হাসান শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জাকির হোসেন সচেতনতা প্রকাশনা সম্পাদক, এড: আকবর আলী আইন ও লিগ্যাল এইড সম্পাদক, মফিজুর রহমান পন্য মুল্য বিষয়ক সম্পাদক, রফিকুল ইসলাম, কাস্তা বিশ্বাস, তাসলিমা খাতুন, জাহিদ হাসান, আসাদুল ইসলাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধিমো. সেলিম হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.