ক্রিকইনফোর দৃষ্টিতে বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ একাদশ

বিটিসি স্পোর্টস ডেস্ক: আইসিসি বিশ্বকাপ ২০১৯ শুরু হচ্ছে ৩০ মে থেকে। বিশ্বসেরার লড়াইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী দশ দলের স্কোয়াড কেমন হবে তা নিয়ে  ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো সব দলের সম্ভাব্য স্কোয়াড প্রতিবেদন প্রকাশ করেছে।

বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াড সম্পর্কে লিখেছেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম। ক্রিকইনফোর মতে এবারের বিশ্বকাপে বাংলাদেশ তাঁদের সম্ভাব্য সেরা দল নিয়ে যাচ্ছে ইংল্যান্ডে। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশ দল ২০১৯ বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ভালো কিছু করার উদ্দেশ্যেই যাবে ইংল্যান্ডে।

কিছুদিন আগেই বিশ্বকাপে বাংলাদেশের ১৫ জনের স্কোয়াডে কারা কারা থাকবেন তা বলে দিয়েছিলেন বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন। সেখানে তিনি ইমরুল কায়েসের নাম বলেননি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ডগড়া সিরিজ কাটানো ইমরুল কায়েসকে সম্ভাব্য স্কোয়াডে রেখেছে ক্রিকইনফো।

ক্রিকইনফোর চোখে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক),তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও ইমরুল কায়েস।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.