ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৭১, নিখোঁজ হাজারের বেশী

বিটিসি নিউজ ডেস্ক: ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে নিখোঁজের সংখ্যা শুক্রবার এক হাজার ছাড়িয়ে গেছে। এদিকে উদ্ধার কর্মীরা এ দাবানলে পুড়ে যাওয়া আরো আট দেহাবশেষ উদ্ধার করেছে। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

বাট্টি কাউন্টি শেরিফ কোরি হোনেয়া জানান, নিখোঁজের সংখ্যা বৃহস্পতিবারের ৬৩১ থেকে বেড়ে শুক্রবার এক হাজার ১১ জনে দাঁড়িয়েছে। এক্ষেত্রে নিখোঁজের আরো খবর আসছে। এছাড়া গত ৮ নভেম্বর দাবানল ছড়িয়ে পড়ায় করা জরুরি কলগুলো পর্যালোচনা করা হচ্ছে।

 

 

খবরে বলা হয়, আরো আটটি দেহাবশেষ উদ্ধার হয়, মারা যাওয়া লোকের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়ালো। এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে উলসে ফায়ার নামের আরেকটি দাবানলে আরো তিনজনের মৃত্যু হয়েছে।

হোনেয়া আরো বলেন, নিখোঁজের তালিকা খুব দ্রুত লম্বা হলেও এর অর্থ এই না যে এ তালিকায় থাকা সকলে মারা গেছে।( সূত্র: বাসস ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.