ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত বছরের শেষ সপ্তাহে শুরু হওয়া ঝড়ে ১৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ভয়াবহ বন্যা, বিদ্যুৎ বিভ্রাট, ভূমিধস, রাস্তা বন্ধ এবং বিভিন্ন এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তখন রাজ্যে জরুরি অবস্থা জারি করেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৪ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট এ অনুমোদন দেন। হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন তীব্র শীতের ঝড়, বন্যা, ভূমিধস ও কাদা ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় রাজ্য ও স্থানীয় পর্যায়ে যে ত্রাণ কার্যক্রম চলছে তাতে কেন্দ্রকে জড়িত থাকার নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্টের পদক্ষেপের ফলে মার্সেড, স্যাক্রামেন্টো ও সান্টা ক্রুজের মতো এলাকায় ক্ষতিগ্রস্তদেরও ফেডারেল তহবিল পেতে অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
গত বছরের ২৬ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ায় শীতের ঝড়টি সর্বনাশ শুরু করে। ঝড়টি সেই সময়ে যুক্তরাষ্ট্রজুড়ে কোটি কোটি মানুষকে বিদ্যুৎবিহীন করে রেখেছিল। এছাড়াও, দেশের বিমান চলাচল ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত ঘটে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.