ক্যালিফোর্নিয়ায় খেলা চলাকালে নির্বিচারে গুলি, নিহত ৩

বিটিসি নিউজ ডেস্কযুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার টোরান্স শহরের গ্যাবল হাউজ বোলে গোলাগুলিতে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএন।

মধ্যরাতের কিছুক্ষণ পর টুইট বার্তায় এই গোলাগুলির কথা জানায় পুলিশ। টোরান্স পুলিশ ডিপার্টমেন্ট(টিডিপি) জানায়, খবর পাওয়ার পর স্থানীয় সময় রাত ১১টা ৫৪ মিনিটের দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। তদন্ত চলছে। দয়া করে এই এলাকা থেকে দূরে থাকুন।

 

 

তারা জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তারা কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা গুলিবিদ্ধদের বাঁচাতে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন(সাময়িকভাবে হৃৎপিণ্ড ও ফুসফুসের কাজ কিছু সময় কৃত্রিমভাবে চালিয়ে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহ করার পদ্ধতি) এবং কৃত্রিমভাবে হৃৎপিণ্ড নিয়ন্ত্রক যন্ত্র ডিফিব্রিলেটর ব্যবহার করাসহ সবধরনের পদক্ষেপ গ্রহণ করেন।

টোরান্স ফায়ার ডিপার্টমেন্টও দ্রুততম সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বলে জানায় টিডিপি।

সিএনএন জানায়, এখন ভুক্তভোগীদের নাম প্রকাশ করা হয়নি। গোয়েন্দারা তদন্ত এবং সন্দেহভাজনদেরকে শনাক্ত করতে কাজ করছে।

টোরান্স শহরটি লস অ্যাঞ্জেলস থেকে ২০ মাইল দূরে অবস্থিত।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.