ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষার্থী


রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদারবখশ হলের এক আবাসিক শিক্ষার্থী নিজ হলের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন।  আজ রবিবার (১৪জুলাই) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদারবখশ হলের সামনে কয়েকজন এসে এলোপাতাড়ি কুপিয়ে শিক্ষার্থীর কাছে টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ করেছে ভুক্তোভোগি শিক্ষার্থী।

ভুক্তোভোগি শিক্ষার্থী সাইদুর রহমান বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ম্যানেজম্যান্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সাইদুর রহমান বলেন, ‘আমি স্টেডিয়ামের পাশ দিয়ে হলের দিকে আসছিলাম হটাৎ হলের পুকুর পাড়ে আসলে কিছু লোক এসে আমার কাছে বিকাশের পিন নাম্বার জানতে চাই এবং আমাকে টাকা দেয়ার জন্য হুমকি ধামকি দেয়।

আমি টাকা দিতে না চাইলে তারা আমাকে অন্ধকারের ভিতর টেনে নিয়ে গেয়ে অস্ত্র দিয়ে তিন চারটা আঘাত করে সাথে রড দিয়ে পিঠে আঘাত করে আমার কাছে থাকা টাকা নিয়ে আমাকে ফেলে রেখে চলে যায়। একপর্যায় আমি জ্ঞান হারিয়ে ফেলি কিছুক্ষন পর জ্ঞান ফিরলে আমার রুমমেটকে ফোন দিয়ে ডেকে আমাকে নিয়ে যেতে বলি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বিটিসি নিউজকে বলেন, বিষয়টি শুনে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যেই পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত ওই শিক্ষার্থী আশঙ্কামুক্ত ভাবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসারত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.