ক্যামেরুনের স্কুল থেকে অধ্যক্ষসহ ৮১ জনকে অপহরণ

 

বিটিসি নিউজ ডেস্ক: ক্যামেরুনের একটি স্কুল থেকে অধ্যক্ষসহ অন্তত ৮১ জনকে অপহরণ করেছে দুর্বত্তরা। তাদের বেশিরভাগই শিশু। এখনো অপহরণের দায় স্বীকার করেনি কেউ।

দেশটির পশ্চিমাঞ্চলীয় বামেন্ডা শহরের একটি স্কুল থেকে সোমবার সকালের দিকে তাদের অপহরণ করা হয়। সেনাবাহিনী ও সরকারি সূত্রের বরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, অপহরণের পর তাদেরকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার জন্য বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের দায়ী করেছেন আঞ্চলিক গভর্নর। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার নির্দেশও দিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

গত ১৯ অক্টোবর ওই এলাকার একটি স্কুল থেকে ৫ শিক্ষার্থীকে বন্দুকধারীরা অপহরণ করে। এখনো তাদের খোঁজ মেলেনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.