ক্যাটরিনা কাইফ: বিরাট কোহলিকে কী বার্তা দিলেন ,জানুন প্রীতি জিনতার জবাব

বিটিসি বিনোদন ডেস্কক্যাটরিনা কাইফ, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কে সব সময় সিনেমা অথবা মডেলিংয়েই দেখা গেছে। কিন্তু এবার তাকে ক্রিকেট খেলতেও দেখা গেল। ক্যাটরিনাকে ক্রিকেট খেলতে দেখা গেছে সালমান খানের নতুন সিনেমা ‘ভারতের’ সেটেই ।

ক্যাটরিনা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ‘জিরো’ সিনেমায় তার সহঅভিনেত্রী আনুশকা র্শমা ও তার স্বামী বিরাট কোহলি কে একটি বার্তা দিয়ে লিখেছেন, ‘সামনে বিশ্বকাপ তাই ক্রিকেট খেলছি।’

ক্যাটরিনা কাইফরে বার্তাটি আনুশকা শর্মা দেখার আগেই অভিনেত্রী  প্রীতি জিনতা ,ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিক, ওই পোস্টের নিচে একটি মন্তব্য করেছেন।

প্রীতি জিনতা জানান, তিনি নিজের দলে ক্যাটরিনাকে নিতে চান। উত্তরে ক্যাটরিনাও জানিয়ে দেন যে, তিনিও খেলতে রাজি! ক্যাটরিনার ক্রিকেট খেলার ওই ভিডিওটি ইতোমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.