ঢাকা প্রতিনিধি: আজ শনিবার দুপুরে রাজধানরীর স্কয়ার হাসপাতালে ঢাকা সিনেমার কিংবদন্তী কৌতুক অভিনেতা টেলি সামাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
টেলি সামাদের কন্যা সোহেলা সামাদ কাকলী তার মৃত্যুর সংবাদ নিশ্চিত বিটিসি নিউজকে করেছেন।
সোহেলা সামাদ কাকলী জানান, দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন বরেণ্য এই অভিনেতা।
সম্প্রতি শরীর বেশি খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার তার মৃত্যু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার তুখোড় ছাত্র টেলি সামাদের ছিলো অভিনয়ের নেশা।
সেই নেশার টানেই ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন কিংবদন্তী কৌতুক অভিনেতা টেলি সামাদ ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.