কোস্ট গার্ডের জরুরি সেবায় ১৬১১১ ফোন, ফিশিং বোট সহ ৮ জেলে জীবিত উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: বঙ্গোপসাগরে যান্ত্রিক ত্রুটির কারণে টানা তিন দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোট এফবি মায়ের দোয়া’র আটজন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গত ১৪ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে আটজন জেলেসহ বোটটি সমুদ্রে যায়। কিন্তু যাত্রার কিছুক্ষণ পর শ্যাফট বিকল হয়ে পড়লে সেটি সমুদ্রে ভেসে থাকতে থাকে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা কোনোভাবে সাহায্য চাইতে পারেননি।
পরে ১৭ আগস্ট সকাল ১০টার দিকে নেটওয়ার্কের আওতায় আসলে বোটের এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে ফোন করে বিষয়টি জানায়।
খবর পেয়ে মোংলা উপকূলে টহলরত কোস্ট গার্ড জাহাজ “স্বাধীন বাংলা” দ্রুত উদ্ধার অভিযানে নামে। স্বল্প সময়ের মধ্যেই মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন বয়া নম্বর-৫ এলাকা থেকে আট জেলেসহ বোটটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। পরে বোটটি নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
আব্দুর রাজ্জাক, মো. ফারুক, মো. কামাল, আলম, মো. জাকারিয়া, মো. সজীব, রাকিব (পিরোজপুর) এবং মো. রাকিব (বরগুনা)। বোটটির মালিক মো. রাজ্জাক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.