কোম্পানীগঞ্জে চিংড়িতে বিষাক্ত জেলি, এক মাছ ব্যবসায়ীকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোয় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  
সোমবার (১১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আল আমিনের নেতৃত্বে উপজেলার বসুরহাটের মাছ বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,  নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান নির্দেশে বাজার মনিটরিং করা হয়।
এসময় বসুরহাটের মাছ বাজারে চিংড়িতে বিষাক্ত জেলি পুশ করার অপরাধে মাছ ব্যাবসায়ী সাহাব উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়।  পরে জেলি প্রয়োগকৃত মাছগুলো বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.