কোম্পানীগঞ্জের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৯ মার্চ) সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত চেয়ারম্যানরা বলেন, আমরা প্রত্যেকে, প্রত্যেকের নিজনিজ নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবো। পাশাপাশি সরকারের সকল আইন-কানুন মেনে চলে নিজনিজ ইউনিয়নে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবো।
উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারী মাসের ৭ তারিখে কোম্পানীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নে দলীয় প্রতীক বিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে উপজেলার সিরাজপুর ইউনিয়নে অটোরিকশা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন নাজিম উদ্দিন মিকন। চর পার্বতী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ হানিফ। চর হাজারী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এ জেড এম মহি উদ্দিন। চর কাকড়া ইউনিয়নে চশমা প্রতীক চেয়ারম্যান নির্বাচিত হন মোঃ হানিফ সবুজ। রামপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন সিরাজিস সালেকিন রিমন। মুছাপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মোঃ আইয়ুব আলী। চর ফকিরা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন জায়দল হক কচি। চর এলাহী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুর রাজ্জাক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি মোঃ মাসুদ রানা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.