কোমা থেকে ফিরেছেন পিএসজি গোলরক্ষক

বিটিসি স্পোর্টস ডেস্ক: কোমা থেকে জেগে উঠেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) গোলরক্ষক সার্জিও রিকো। এমনটি নিশ্চিত করেছেন তার স্ত্রী আলবা সিলভা।
এর আগে গত ২৮ মে ঘোড়ার পিঠ থেকে পড়ে গুরুতর আহত হন কিলিয়ান এমবাপ্পে সতীর্থ রিকো। পরে তাকে একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
সংবাদে বলা হয়, দু’সপ্তাহ আগে রিকোকে একবার স্বাভাবিক অবস্থায় আনা হয়। কিন্তু কয়েক ঘন্টা পরে দ্বিতীয়বার কোমায় রাখা হয়েছিল।। সেভিয়ার ভারজেন দেল রোসিও হাসপাতাল, যেখানে রিকোর চিকিৎসা করা হচ্ছে, তারা বলেছে যে তার পরিবারের অনুরোধের পরে তার অবস্থার বিষয়ে কেবলমাত্র বড় খবরগুলি জানানো হবে।
তবে রিকোর সবশেষ অবস্থা জানিয়েছেন তার স্ত্রী আলবা। তিনি বলেন, ‘আমরা অবশেষে টানেলের শেষ দেখতে পাচ্ছি। আমরা এক এক করে এগিয়ে যাচ্ছি। আমি প্রথম থেকেই জানতাম সে পারবে, কেননা সে চ্যাম্পিয়ন। তবে আমাদের ধৈর্য ধরতে হবে।’
সেভিয়ার সাবেক এই গোলরক্ষক ২০২০ সালে পিএসজিতে যোগ দেন। তার আগে ২০১৮-১৯ মৌসুমে ধারে কাটান প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামে। পিএসজির হয়ে রিকো ২৯ ম্যাচ খেলেছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে সেভিয়া থেকে চলে যান তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.