কোভিড পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের দাবী দাবা নিয়ে নদীয়ার কৃষ্ণনগর ডি আই অফিস ঘেরাও (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: বর্তমান পরিস্থিতিতে স্কুল স্তরে ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধানের দাবীতে আজ সোমবার (৯ই আগস্ট) ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডি এস ও’র নদীয়া জেলা কমিটি পক্ষ থেকে ৬ দফা দাবীর ভিত্তিতে জেলা বিদ্যালয় পরিদর্শক এর নিকট ডেপুটেশন দেওয়া হয়।
এদিনের তাদের দাবী গুলি হল:—
# সমস্ত স্কুল এ ভর্তি ফি সহ সমস্ত ফি মকুব করতে হবে।
# স্বাস্থ্যবিধি মেনে অফলাইন পঠন-পাঠন চালু করতে হবে।
# অবিলম্বে ছাত্র-ছাত্রীদের ফ্রিতে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে।
# মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্র-ছাত্রীদের ভর্তি করতে হবে।
# গণপরিবহনের ছাত্র ছাত্রীদের কনশেসন দিতে হবে।
জেলা সম্পাদক কমরেড বিমান কর্মকার জানান, “আরো বেশ কিছুদিন ধরেই দাবীর ভিত্তিতে লাগাতার আন্দোলন পরিচালনা করছিলাম,গত ২৬ শে জুলাই আমাদের সংগঠন প্রতীকী অবরোধের কর্মসূচি নিয়ে ছিল। রাজ্য সরকারি পুলিশের সীমাহীন বর্বরতা আমরা প্রত্যক্ষ করেছি।
আমাদের সংগঠনের ১০০ জন কর্মীকে গ্রেফতার করে এবং বাঁকুড়া জেলায় ১১ জনকে গ্রেফতার করে রাখে এর বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালন করেছিলাম।
আমরা দাবী করছি এই দাবি পূরণ না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, তারই ধারাবাহিকতায় আজকের এই DI ডেপুটেশন।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.