কোপা আমেরিকা কাপে চিলিকে হারিয়ে ফাইনালে পেরু

ছবি: সংগৃহীত

বিটিসি স্পোর্টস ডেস্ককোপা আমেরিকার সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পেরু।

আগামী ৭ জুলাই রবিবার রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ সময় রাত দুইটায় ব্রাজিলের মুখোমুখি হবে পেরু। দ্বিতীয় সেমিফাইনালটি শুরু হয় বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোরে।

খেলায় তিনটি গোলের মধ্যে এডিসন ফ্লোরেজ, ইওশিমা ইওতুন ও পাওলো গুয়েরেরো ১টি করে গোল করেছেন।

ম্যাচের ২১ মিনিটে এডিসন ফ্লোরেজের গোলে ১-০ তে পেরু। ৩৮ মিনিটে ইওশিমার ইওতুন ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় পেরু।

দ্বিতীয়ার্ধে শেষদিকে আবার গোল হজম করে চিলি। খেলার অতিরিক্ত সময়ে (৯০+১) মিনিটে তৃতীয় গোলটি করেন পাওলো গুয়েরেরো।

আগামী ৭ জুলাই (রবিবার) বাংলাদেশ সময় রাত দুইটায় কোপা আমেরিকার রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে পেরু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.