বিটিসি স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচের জন্য লিওনেল মেসিকে নিয়েই আর্জেন্টিনার ২৯ সদস্যের দল ঘোষনা করা হয়েছে। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে আগামী ৯ জুন প্রস্তুতি ম্যাচে শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডর ও পাঁচদিন পর মেরিল্যান্ডের ল্যান্ডোভারের ফেডএক্স ফিল্ডে গুয়াতেমালার মোকাবেলা করবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
কোচ লিওনেল স্কালোনি ২০২২ বিশ্বকাপ জয়ী দলের ২২ জন খেলোয়াড়কেই এই দলে রেখেছেন, যার মধ্যে মেসি ছাড়াও আরো রয়েছেন বেনফিকার ফরোয়ার্ড এ্যাঞ্জেল ডি মারিয়া।
তবে এই দল থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা, হুয়ান ফোয়েথ ও থিয়াগো আলমাডা।
আগামী ১৫ জুন কোপা আমেরিকার দলগুলোর চূড়ান্ত দল ঘোষনার শেষ তারিখ। গত সপ্তাহে কনমেবল জানিয়েছে দলের আকার বাড়িয়ে ২৩ জন থেকে ২৬ জন পর্যন্ত করা যাবে।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই বর্তমান দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন। আগামী ২০ জুন আটালান্টায় কানাডা অথবা ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরের রাখার মিশন শুরু করবে। পাঁচদিন পর নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে চিলি ও ২৯ জুন ফ্লোরিয়ার মিয়ামি গার্ডেন্সে পেরুর মোকাবেলা করবে।
কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচের জন্য আর্জেন্টাইন দল:
Comments are closed, but trackbacks and pingbacks are open.