কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় রুখতে পারবেনা: মিনু

নগরীর ৩নং ওয়ার্ডে গণসংযোগ

বিএনপি প্রতিবেদক: সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর ৩ নং ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। তিনি নেতাকর্মীদের নিয়ে অত্র ওয়ার্ডেও ঘোষমাহাল নিম তলার মোড় থেকে গণসংযোগ শুরু করেন। তিনি অত্র ওয়ার্ডের প্রতিটি পাড়া, মহল্লায় গণসংযোগ করেন।

গণসংযোগ শুরুর পুর্বে বক্তব্যে মিনু বলেন, বিএনপি’র ইস্তেহার অন্যান্য দলের থেকে অত্যন্ত ভাল। এতে গনগণের আশা আকাংখার প্রতিফল ঘটবে। বিএনপি বিজয় লাভ করলে ইস্তেহার অনুযায়ী জনগণের সেবা করা হবে এবং দেশের উন্নয়ন করা হবে। বিশেষ করে বেকারদের জন্য বিশেষ সুবিধা ও দেশের সুর্য্য সৈনিক মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা প্রদান এবং বেকারত্ব ভাতা করে দেশের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করা হবে। ফলে বেকাররা মাদক ও সন্তাস ছেড়ে মানব সম্পদে পরিণত হবে।

মিনু আরো বলেন, সারা দেশসহ রাজশাহীতে ধানের শীষের যে গণজোয়ার শুরু হয়েছে কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় রুখতে পারবে না। রাজশাহীর উন্নয়নের কথা চিন্তা করে মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। কারন রাজশাহীর যত উন্নয়ন বিএনপি’র আমল হয়েছে। বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পর রাজশাহীর উন্নয়ন থমকে গেছে। রাজশাহীর উন্নয়নে তাঁর সময়ে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করা হয়েছিল এবং যেসকল প্রকল্প গ্রহন করা হয়েছিল সেগুলো পরবর্তী মেয়র ও সংসদ সদস্য সামান্য কিছু বাস্তবায়ন করেছে। নতুন করে তারা কোন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করতে পারেনি বলে উল্লেখ করেন। রাজশাহীর উন্নয়ন করতে হলে ধানের শীষের কোন বিকল্প নাই। তিনি জনগণের নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

মিনু আরো বলেন, এই সরকার নির্বাচন পরিবেশ তৈরী করতে ব্যর্থ হয়েছে এবং নির্বাচন কমিশন এখনো সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। দেশব্যাপি সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা ধানের শীষের প্রচারণায় বাধা প্রদান করলেও প্রধান নির্বাচন কমিশনার মিথ্যাচার করছে। তিনি বলছেন দেশব্যাপি কোথায় বিরোধীদের বাধা প্রদান করা হচ্ছেনা। এই অথর্ব ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবী করেন। সেইসাথে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে নির্বাচন কমিশনের প্রতি দাবী জানান। এছাড়াও আইন শৃংখলা বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করা জন্য আহবান জানান তিনি।

গণসংযোগের সময় অত্র ওয়ার্ডে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে। শত শত নারী পুরুষ ও নেতাকর্মীরা ধানের শীষের জন্য ভোট প্রদানের জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। সেইসাথে তারা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য স্লোগান দিতে থাকে। এসময়ে অত্র ওয়ার্ডে উৎসবে পরিণত হয় এবং প্রতিটি রাস্তা, মোড়, বাজার, বাড়ির ছাদ এবং বারান্দায় উৎসুক জনগণ তাদের নেতাকে দেখার জন্য ছুটে আসেন এবং তাঁর সাথে কুশল বিনিময় ও ধানের শীষে ভোট প্রদানের প্রতিশ্রুতি দেন।

এসমেয় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী,সাধারণ সম্পাদক আলী হোসেন,সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ওয়াজির নাজির, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান কচি, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গোলাম নবী গোলাপ, ধানের শিষের প্রধান নির্বাচনী এজেন্ট ও বিএনপি নেতা ওয়ালিউল হক রানা, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, হাফিজুর রহমান আপেল, যুবদল নেতা রুবেল, মহানগর সংগ্রামী দলের সভাপতি আনোয়ার হোসেন আনন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক বিন খালেদ, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক নাসিরা খানম, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জমান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক সমর্থক উপস্থিত ছিলেন।

(প্রেস বিজ্ঞপ্তি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.