কোন বিতর্কিত ব্যক্তি দলের নেতৃস্থানীয় পদে আসতে পারবে না : ওবায়দুল কাদের

ফাইল ছবি

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: কোন বিতর্কিত ব্যক্তি দলের নেতৃস্থানীয় পদে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা শ্রমিক লীগের প্রার্থী হতে পারবে না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, আমি আপনাদের জানিয়ে রাখছি, কোন বির্তকিত লোক প্রার্থী হতে পারবে না। অনুপ্রবেশকারী, চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত টেন্ডারবাজ, চিহ্নিত মাদক ব্যবসায়ী এসব লোকেরা দলে থাকতে পারবে না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.