কোন ঘোষণা ছাড়াই কসবা সীমান্ত হাটে অতিথি পাস বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি: দুই দেশের স্থানীয় প্রশাসন কোন ঘোষণা ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাটেপ্রবেশের ক্ষেত্রে অতিথি পাস বন্ধ করে দিয়েছে। এতে সাপ্তাহিক এই হাটে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। এ অবস্থায় হাটে আসা ব্যবসায়ীদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা অতিথি ক্রেতারা হাটে প্রবেশ না করতে পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে শিগগিরই চলমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন।

অতিথি পাস বন্ধের কারণে সীমান্ত হাটে বেচাকেনা কমে গেছে স্বীকার করে জেলা প্রশাসক জানান, দ্রুত হাটটি চাঙ্গা করার জন্যে উদ্যোগ নেয়া হবে।
হায়াত উদ-দৌলা-খান, (জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া) বিটিসি নিউজকে বলেন, বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি। হাট ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক যে বৈঠক হবে সেখানেও তাদের সঙ্গে আলোচনা করবো, যেন অতিথি পাসটা দেয়া শুরু করা যায়।
এখন পর্যন্ত এ সীমান্ত হাটে মোট ১শ ৫২টি সাপ্তাহিক হাট বসেছে। এর মধ্যে ভারত অংশে বিক্রি হয়েছে ১৪ কোটি ৭৮ লাখ ২২ হাজার ৫শ টাকা। আর বাংলাদেশ অংশে বিক্রি হয়েছে মাত্র ২৮ লাখ ৩৬ হাজার ২শ ১৮ টাকা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.