কোনো উস্কানিতে দুই বাহিনী’র মধ্যকার সম্পর্ক নষ্ট হবে না : আইজিপি

কক্সবাজার প্রতিনিধি: সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের আইজিপি বেনজীর আহমেদ বলেছেন, কোনো উস্কানিতে দুই বাহিনীর মধ্যকার সম্পর্ক নষ্ট হবে না।

আজ বুধবার (০৫ আগস্ট) কক্সবাজার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, সেনাবাহিনী ও পুলিশ সবসময় কাঁধে কাঁধ রেখে কাজ করেছে। সিনহা নিহতের ঘটনায় দায় ব্যক্তির, কোনও বাহিনীর নয়।

গত ৩১ জুলাই সন্ধ্যার পর নিজের প্রাইভেটকারে করে তথ্যচিত্রের কাজ শেষে টেকনাফ থেকে কক্সবাজার ফেরার সময় শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।

সিনহা রাশেদ ২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাস থেকে তিনি স্বেচ্ছায় অবসর নেন।

উল্লেখ্য, আজ বুধবার (০৫ আগস্ট) দুপুর ১টার দিকে কক্সবাজারে পৌঁছান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও আইজিপি বেনজীর আহমেদ। সেনাবাহিনীর রেস্ট হাউস জলতরঙ্গে উভয় বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.