কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে বরিশালে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

বরিশাল ব্যুরো: বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণ ও জড়িতদের বিচার দাবিতে বরিশালে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে বের হয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এ মিছিল শেষ হয়।
এরপর শহীদ মিনারে প্রাঙ্গণে শতশত শিক্ষার্থী শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন করেন। এরপর প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচির শেষ হয়।
এসময় হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে।
এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার করতে হবে। নয়তো হত্যার দায় নিয়ে ক্ষমতা থেকে সড়ে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা। পাশাপাশি তাদের ঘোষিত ৯ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.