কোটা সংস্কারের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

ছবি : সৈয়দ নাবিল

নিজস্ব প্রতিবেদক : বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রোববার বিকেলে শিক্ষার্থীরা রাবির প্রধান ফটকের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। এসময় মহাসড়কে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী সাধারণ ও পথচারীরা।
এদিকে, বিশ্বদ্যিালয়ের সাধারণ শিক্ষার্থীরাও পড়েন বিপাকে। ক্লাস শেষে ৫টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীরা বিভিন্ন গন্তব্যে যেতে চাইলেও তা পারেননি। প্রধান ফটকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি দেখে পরিবহন দপ্তর বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস শেষে ক্যাম্পসের বাইরে বিভিন্ন গন্তব্যে যেতে না পারায় ভোগান্তিতে পড়েন।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে: কোটা পদ্ধতি সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনা, কোটার শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ, চাকরি পরীক্ষায় কোটা সুবিধা একবারের বেশি নয়, কোটায় বিশেষ নিয়োগ বন্ধ এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা অভিন্ন করতে হবে।
বিক্ষোভকালে ‘কোটা সংস্কার আন্দোলন’-এর রাবির সমন্বয়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুদ মুন্নাফ বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আমরা কর্মসূচি পালন করছি। আমরা চাই, সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী আমাদের দাবির কথা বিবেচনা করে ইতিবাচক কোনো সিদ্ধান্ত জানাবেন। তিনি বলেন, আমরা বেশ কিছুদিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু কোনো ফল পাচ্ছি না। আমরা পড়াশোনা বাদ দিয়ে এভাবে প্রতিদিন আন্দোলনে নামতে চাই না। আমরা আমাদের দাবির বাস্তবায়ন চাই।
এর আগে দুপুর ২টায় সাধারণ শিক্ষার্থীরা একই দাবিতে গণপদযাত্রা কর্মসূচি পালন করে। পদযাত্রায় কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পদযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে বেরিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়কে যায়। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে ক্যাম্পাসের পরিবহন মার্কেটের সামনে আসে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন শিক্ষার্থীরা। এসময় কয়েক শ’ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.