কোটা বাতিলের দাবীতে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি: কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। সারা বাংলায় খবর দে,কোটা প্রথা কবর দে।এই স্লোগানে কোটা বাতিলের দাবিতে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে মকবুলার রহমান সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি বের হয়। শিল্পকলা একাডেমীর সামনে মিছিলে বাঁধা দেয় ছাত্রলীগ।তাদের সাথে সাধারন শিক্ষার্থীদের বিভিন্ন বাকবিতণ্ডায় ছেড়ে দেয় তারা।
পরে মসজিদ পাড়া হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
সমাবেশে তারা সকল শ্রেণীর সরকারি চাকরিতে নারী, প্রতিবন্ধী, অনুন্নত জনপদ, অনগ্রসর জাতিসত্তা ও বঞ্চিত শ্রেণীর জন্য যৌক্তিক মাত্রায় কোটা নিশ্চিত করে কোটা পদ্ধতি সংস্করনের দাবী জানান।
পরে প্রতিবাদ মিছিল বের করে ছাত্রলীগ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.