কোটা আন্দোলনের নামে ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙানো জাতীয় পতাকা পদদলিত, বীর মুক্তিযোদ্ধাকে রাজপথের লাঞ্ছিত ও নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগঠন যৌথসভা

 

বাগেরহাট প্রতিনিধি: মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগঠন যৌথসভা অনুষ্ঠিত।কোটা আন্দোলনের নামে ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙানো জাতীয় পতাকা পদদলিত, বীর মুক্তিযোদ্ধাকে রাজপথের লাঞ্ছিত ও নির্যাতন, স্বাধীন দেশকে অচল করতে, জনসাধারণকে জিম্মি এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মহা ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাগেরহাটে মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগঠন সমূহের যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সাবেক কমান্ডার শেখ শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা শান্তি রঞ্জন দাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার, মুক্তিযোদ্ধার সন্তান সংসদের আহ্বায়ক, সাংবাদিক নিয়াজ ইকবাল, স্বপন বসু, সন্তান কমান্ডের, রোকনুজ্জামান, খান মাহবুবুর রহমান বাদল, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগে সাংবাদিক আজাদ রশিদী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, সভার বিভিন্ন কর্মসূচি বিষয় আলোচনা সাপেক্ষে সকলে একমত পোষণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.