কোটচাঁদপুর পৌর মেয়র সেলিম এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহিদুজ্জামান সেলিম এর বাংলাদেশ আওয়ামী লীগ বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ৫/২/২০২৩ রবিবার বিকালে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মেয়র শহিদুজ্জামান সেলিম, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক পদে থাকা কালিন সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ শাহাজান আলীর নৌকা প্রতিক কে হারিয়ে, শহিদুজ্জামান সেলিম মোবাইল ফোন মার্কায় পৌরসভার মেয়র নির্বাচিত হন।
সে সময় দলের বিরুদ্ধে নির্বাচন করায় দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য তিনি দল থেকে বহিষ্কার হন গত ৩০ জানুয়ারি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক বার্তায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় নেতা কর্মীরা আনন্দ মিছিল, সমাবেশ,ও মিষ্টি মুখ করেন।
এসময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, পৌরসভার মেয়র  শহিদুজ্জামান সেলিম, সহ উপজেলা আওয়ামী লীগ  পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ তাঁতিলীগ, সৈনিক লীগ সহ  বিভিন্ন পর্যায়ের হাজার, হাজার  নেতা কর্মী।
সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা, আজকের ডিজিটাল বাংলাদেশ, তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, মানবতার মা জননী বার,বার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি নেতা কর্মী গন কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেয়র শহিদুজ্জামান সেলিম এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায়,কোটচাঁদপুর আওয়ামী লীগের সু বাতাস বইছে বলে উৎসুক নেতা কর্মী গন মনে প্রাণে বিশ্বাস করেন।এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে কোটচাঁদপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের শক্ত অবস্থান তৈরী হলো বলে মত প্রকাশ করেন আওয়ামীলীগ সহ এর অঙ্গ সংগঠন এর  নীতি নির্ধারকগন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.