কোটচাঁদপুর উপজেলা নির্বাচন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কোটচাঁদপুর পৌর পাঠাগারে আজ মঙ্গলবার নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম কামাল হোসেন, সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এবং উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৩ আসনের এম পি শফিকুল আযম খাঁন (চঞ্চল) সাবেক এম পি নবী নেওয়াজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাজান আলী, ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম (জাহিদ) ঝিনাইদহ -৩ আসনের এম পি শফিকুল আযম খাঁন (চঞ্চল) বলেন কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে কোটচাঁদপুর আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি কে জয়যুক্ত করানোর জন্য আওয়ামীলীগের সবাই কে এক সাথে কাজ করার জন্য এক হতে বলেন ।
শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা। এখানে দীর্ঘদিন বিরোধী দল ক্ষমতায় ছিলেন এবার যদি এখানে নৌকা কে বিজয়ী করতে পারেন তাহলে জননেত্রী শেখ হাসিনা জিতবে। এলাকার অনেক উন্নয়ন হবে। আপনাদের কাছে অনুরোধ মনের সব বিবাদ ভুলে এক সাথে কাজ করে নৌকা মার্কা কে বিজয়ী করতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.