কোটচাঁদপুর উপজেলা নির্বাচন উপলক্ষে আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৫সেপ্টেম্বর) বিকালে স্থানীয় জেলা অডিটরিয়ামে উপজেলা আ.লীগের আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা নির্বাচনে আ.লীগের দলীয় মনোনিত প্রার্থী শরিফুন্নেছা মিকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ.লীগের কার্য নির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল, ঝিনাইদহ-৩ আসনের সাবেক সাংসদ নবী নেওয়াজ, জেলা আ.লীগের সহ-সভাপতি মকবুল হোসেন, জেলা আ.লীগের সহ-সভাপতি নুরজাহান বেগম, জেলা আ.লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোর্য়াদ্দার, সদর উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, কোটচাঁদপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.