কোটচাঁদপুর উপজেলায় মহান বিজয় দিবস ২০১৯ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে আজ সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা পরিষদের আয়োজনে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ চত্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জাতীয় পতাকা উত্তোলন, বিজয় শোভাযাত্রা, আলোচনা সভা মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে দোয়া ও পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল ঝিনাইদহ -৩ ।
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, শাহাজান আলি সাধারণ সম্পাদক কোটচাঁদপুর আওয়ামী লীগ, অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শহীদুজ্জামান সেলিম, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।
ইতিহাস ও মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন কুচকাওয়াজের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এলাকার সাধারণ জনগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.