কোটচাঁদপুরে দেশ ব্যাপী ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন 

ঝিনাইদহ প্রতিনিধি: সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণসহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
আজ বুধবার (০৭ই অক্টোবর) বেলা ১১ টায় কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড চত্বরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও কোটচাঁদপুর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে এ প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সেসময় উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ও সাংবাদিকরা কর্মসুচির সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানাই।
বক্তারা সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ সহ সারাদেশে যে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে তার প্রতিবাদে ধর্ষণকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । তারা বলেন, শাস্তি নিশ্চিত না হওয়ায় সমাজে ধর্ষনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বিচার কাজ বিলম্বিত হওয়ায় ছাড় পাচ্ছে অনেক অপরাধীই।
তাই ধর্ষন মামলার বিচার কার্য ৩০ কার্য দিবসের মধ্যে শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। মানব বন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ অংশ নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.