কোটচাঁদপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহের কোটচাঁদপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক  ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২০নভেম্বর) সকালে সোনালী ব্যাংক শাখার উদ্যোগে কোটচাঁদপুর  উপজেলা পরিষদ মিলানায়তনে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার উপ-মহা ব্যবস্থাপক আলাউদ্দীন হোসেন, সহকারী পুলিশ সুপার (টেনিং) শিরিন আক্তার, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন।
সোনালী ব্যাংক কোটচাঁদপুর শাখার প্রিন্সিপাল অফিসার হুমায়ন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক কোটচাঁদপুর শাখার ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ রবিউল ইসলাম। আলোচনা শেষে পাওয়ার প্রজেক্টরের মাধ্যমে জাল টাকা সনাক্ত করার দিকগুলো তুলে ধরা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.