কোটচাঁদপুরে চেক জালিয়াতি মামলায় গ্রেফতার – ১

ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারি গ্রামের মন্ডলপাড়ার মাসুম বিল্লাহ মিন্টু (৪০) তার পিতাঃ মিজানুর রহমান। তিনি বাংলাদেশ যুবলীগের বলুহর ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার নামে তিন লক্ষ টাকার চেক জালিয়াতি মামলা হয় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ঝিনাইদহ। চেক নাম্বার- ৬৭২২৪১০ সোনালী ব্যাংক কোটচাঁদপুর শাখা।
মামলার বাদী নাহিদ হাসান (২৮) পিতাঃ মশিয়ার রহমান গ্রামঃ নারায়নবাড়িয়া, কোটচাঁদপুর ঝিনাইদহ। মিন্টুর বিরুদ্ধে অপকর্মের শেষ নেই। আর অভিযোগ আছে তিনি কোটচাঁদপুর সরকারি হ্যাচারি কমপ্লেক্সের বাওড়ের গার্ড রফিকুল ইসলামের নিকট থেকে সোলার দেয়ার নাম করে ১৫ হাজার টাকা নেয় এই যুবলীগ নেতা।
মিন্টু ওয়ারেন্টের আসামী হিসাবে ১৪-০৩-২০২০ রোজ গতকাল শনিবার কোটচাঁদপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আজ রবিবার ১৫-০৩-২০২০ তাকে জেল হাজতে প্রেরণ করেন। এ খবর বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর অফিসার ইনচার্জ মাহবুবুল আলম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.